পদ নিয়ে দীর্ঘ দিন আলোচনার পর আবারও খবরের শিরোনামে চিত্রনায়ক জায়েদ খান। ডিপজনের ছেলের বিয়ের অনুষ্ঠানে পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি দিয়ে তিনি এমন অভিযোগ ওমর সানির। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। এতে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে অশোভন আচরণ করেছেন জায়েদ। এ নিয়ে তার ওপর বিরক্ত ছিলেন সানী। বিষয়টি ডিপজলকে জানানো হলে তিনি জায়েদকে মৌসুমীর আশপাশে না ভিড়তে বলেন। তবে ডিপজলের এ সমাধান মানতে পারেননি সানী।
শুক্রবার ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ঢুকে জায়েদকে দেখতে পেলে সোজা গিয়ে তাকে চড় মারেন সানী। এ সময় তিনি জায়েদকে বলেন, “তোরে না নিষেধ করছি, আমার বউরে ডিস্টার্ব করবি না”। জবাবে কোমর থেকে তাৎক্ষণিক পিস্তল বের করেন জায়েদ। বলেন, “গুলি করে দেব”।
এ সময় ডিপজলসহ চলচ্চিত্রের কয়েকজন অভিনয়শিল্পী বিষয়টি দেখতে পান। এ বিষয়ে জানতে চাইলে ডিপজল বলেন, “দুজনের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়েছে। হয়তো আগে থেকেই তাদের মধ্যে রাগারাগি ছিল। আমি ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। এর বেশি কিছু জানি না।”
এ বিষয়ে জানতে চাইলে ওমর সানী ক্ষুব্ধ হয়ে বলেন, ‘রোববার সকালে আমি এ বিষয় নিয়ে কথা বলবো। তোমরা সবাই আমার পাশে থাকো।”
অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। তার দাবি, “এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওখানে ডিপজল ভাইসহ আরো অনেকে ছিলেন। তাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন। এখনকার বিয়ে বা বড় অনুষ্ঠানে মেটাল ডিটেক্টর রাখা হয়, সেখানে পিস্তল নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”