প্রচ্ছদ ›› বিনোদন

কন্যাসন্তানের মা হলেন আলিয়া

বিনোদন ডেস্ক
০৬ নভেম্বর ২০২২ ১৫:৪৫:১৯ | আপডেট: ২ years আগে
কন্যাসন্তানের মা হলেন আলিয়া
সংগৃহীত

কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি। বিয়ের দেড় মাসের মাথায় প্রেগন্যান্সির ঘোষণা, এরপর চার মাস যেতে না যেতেই তাদের ঘরে এলো নতুন অতিথি।

হাসপাতালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

রোববার সকাল সাড়ে ৭টা নাগাদ রণবীরের কাপুরের সঙ্গে হাসপাতালে পৌঁছান অন্তঃসত্ত্বা আলিয়া। এরপর ৮টা ২০ নাগাদ ভর্তি করা হয় অভিনেত্রীকে। এরপরই সুখবর আসে। হাসপাতালে শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুর, নীতু কাপুরও রয়েছেন হাসপাতালে।

এদিকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কিছু জানানো না হলেও কিছুক্ষণের মধ্যেই এই নিয়ে পরিবার সূত্রে বিবৃতি দেওয়া হতে পারে বলে গণমাধ্যমের খবরে বলা হয়।

এর আগে গত জুন মাসে মা হতে চলার খবর শেয়ার করেন আলিয়া ভাট। লিখেছিলেন— ‘Our baby ... coming soon’। সঙ্গে শাবকসহ সিংহ এবং সিংহির একটি ছবিও দিয়েছিলেন অভিনেত্রী।