প্রচ্ছদ ›› বিনোদন

ছবিতে নোরার ‘নৃত্যবিহীন’ ঢাকা সফর আর দর্শকের হতাশা

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২২ ১৭:৩৭:৩৯ | আপডেট: ১ year আগে
ছবিতে নোরার ‘নৃত্যবিহীন’ ঢাকা সফর আর দর্শকের হতাশা
ছবি- শামছুল হক রিপন

জল ঘোলা পরিস্থিতি আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুক্রবার ঢাকা ঘুরে গেলেন বলিউড তারকা বলিউড তারকা নোরা ফাতেহি।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ‘উইমেন অ্যামপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে এসেও নাচলেন না এবং সাংবাদিকদের সাথে কথাও বললেন না। এমনকি দর্শকদেরও অনেকটাই হতাশ করেই মঞ্চ থেকে বিদায় নিলেন তিনি।

না নাচলেও অনুষ্ঠানের জন্য এই অভিনেত্রী পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১৫ লাখ টাকা। এর বাইরেও তার ঢাকায় আসা-যাওয়া এবং থাকা বাবদ কিছু খরচ রয়েছে।

সবারই ধারণা ছিল- পারফরম্যান্স করবেন তিনি। মঞ্চে উঠে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন নোরা ফাতেহি। কিন্তু কোন পারফর্মেন্সে দেখা যায়নি তাকে।

শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে নোরা ফাতেহি মঞ্চে ওঠেন। দর্শকদের উদ্দেশে হাতের ইশারায় চুমু ছুঁড়ে দেন নোরা। এরপর দর্শকদের উদ্দেশ্য করে কিছু কথা বলেন তিনি।

নোরা ফাতেহিকে বাংলাদেশে আনার বিষয়ে এনবিআরে জমা দেওয়া আবেদনপত্র অনুযায়ী, ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের জন্য ১১ লাখ ৮০ হাজার রুপি পারিশ্রমিকে (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা)

তবে অনুষ্ঠান শেষে হতাশা প্রকাশ করেন ভক্তরা। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত টিকিট কেটে তারা এসেছিলেন নোরার নাচ দেখতে। নোরাকে এক ঝলক দেখায় মন ভরেনি তাদের।

তবে নোরার ঢাকায় সফরে আসার যে শর্তগুলো ছিল সেখানে পারফর্মেন্সের কোনোকিছু উল্লেখ ছিল না। তাই সফরে নিয়মের বাইরে কিছু করে বিতর্ক তৈরি করতে চাননি তারা।

শনিবার বিকেলের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা থাকলেও ভোর ৪টার একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন নোরা।