হিজাব বিতর্ক আর বডি শেমিং কোনো কিছু নিয়েই যেন বিতর্ক পিছু ছাড়ছে না মিস ইউনিভার্স ২০২১- হারনাজ সান্ধুর। সম্প্রতি এ বিশ্বসুন্দরীর কিছু ছবি সামনে এসেছে। ছবিগুলো বিতর্কের আগুনে যেন আরও ঘি ঢালল। ওজন বেড়ে যাওয়া নিয়ে তীব্র নিন্দা ও ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে হারনাজ সান্ধুকে। ইন্টারনেটে বিতর্ককে যেন বরাবরের মতোই একপাশে রাখেন এই সুন্দরী।
সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইকে ফ্যাশন ডিজাইনার শিভান ও নরেশের কালেকশনের শো স্টপার হয়ে র্যাম্পে হাটেন হারনাজ। এই ডিজাইনার জুটির ‘স্পেজিয়া মাইক্রো ভেলভেট গাউনের সঙ্গে ক্রিসমেশ হলটার অ্যাকসেন্ট’ ড্রেসে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন এ বিশ্বসুন্দরী। র্যাম্পে সাবলীল হারনাজের ভূয়সী প্রশংসা করা হলেও রাত বাড়তেই শুরু হয় হারনাজের ওজন বেড়ে যাওয়া নিয়ে কটূক্তি।
এরপরই অন্য একটি ইভেন্টে যোগদান করে মুখ খোলেন হারনাজ সান্ধু। সম্প্রতি এ বিশ্বসুন্দরী জানিয়েছেন, জটিল রোগে আক্রান্ত তিনি। সেলিয়াক নামে এক অসুখের জন্য অস্বাভাবিকভাবে মুটিয়ে যাচ্ছেন পাঞ্জাবের ২১ বছর বয়সি এ সুন্দরী। পাশাপাশি নিন্দুকদের কড়া বার্তা জানিয়েছেন হারনাজ।
জানা গেছে, সিলিয়াক একটি অটোইমিউন কন্ডিশন। গ্লুটেন জাতীয় খাবারে এটি আরও সক্রিয় হয়ে ওঠে। এই গ্লুটেন হল এমন এক ধরনের প্রোটিন যা গম, বার্লি ও রাই নামক এক ধরনের শস্য বিশেষে প্রচুর মাত্রায় পাওয়া যায়। এসব খাবারেই আরও মারাত্মক আকার ধারণ করে রোগটি। এ রোগের ফলে মানুষের ইমিউন সিস্টেম তারই শরীরের বিরুদ্ধে কাজ করে।
ভারতে অনেকেই এই ধরনের সমস্যায় ভুগলেও এই অসুখ নিয়ে সচেতনতার অভাবে এই রোগ ও রোগের লক্ষণ এবং সমস্যা অনেকেরই অজানা।
সেলিয়াক অসুখ শরীরকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে?
এই সেলিয়াক অসুখে শরীরে অপুষ্টি সৃষ্টি হয়, হাড়ের ঘনত্ব নষ্ট হয়, প্রজনন ক্ষমতায় প্রভাব পড়ে, স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে এবং কখনও বিষয়টি মারণ রোগ ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে।
এই রোগ নিয়ে তেমন কোনও সচেতনতা নেই বলে অধিকাংশ ক্ষেত্রে সমস্যার শুরুর দিকে তেমনভাবে কেও গ্রাহ্য করেন না। অনেক ক্ষেত্রেই এই সমস্যার বাড়াবাড়ি না হওয়া পর্যন্ত এই রোগে আক্রান্ত ব্যক্তি বিষয়টি জানতেই পারেন না।
সেলিয়াকে কী কী সমস্যা হয়?
সাধারণত ক্রনিক ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা, পায়ে জোড় বা পাওয়া, মাসিক চক্রে সমস্যা সৃষ্টি হওয়া, রক্তাল্পতা, বন্ধ্যত্বের সমস্যা, অস্টিওপোরোসিস, দাঁতে ব্যাথা, পেট ফোলা, মাংশপেশিতে খিচুনি, গিঁটের ব্যাথা ও ত্বকে চুলকানির সমস্যা দেখা যায়।
এছাড়াও অন্যান্য সমস্যা যেমন ক্রোহন ডিজিস, ইরিটেবিল বাওয়েল সিন্ড্রোম, আলসারেটিভ কোলাইটিস, কোলনে সংক্রমণ, অন্ত্রের সংক্রমণ এবং অন্ত্রে ব্যাক্টেরিয়ায় সংক্রমণ হওয়া মানেই সেলিয়াকের সমস্যা হওয়া।
কোনও ব্যক্তির শরীরে সেলিয়াক অসুখ নির্ধারণ হলে ওই ব্যক্তির গ্লুটেন যুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এর পাশাপাশি নিত্যদিনের খাদ্যতালিকায় যে সব গ্লুটেন যুক্ত খাবার আছে তার স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।