প্রচ্ছদ ›› বিনোদন

জেলেনস্কির প্রাসাদে শ্যুট করা নাটু নাটু গানটি যেভাবে অস্কার পেল

বিনোদন ডেস্ক
১৪ মার্চ ২০২৩ ১৩:৪১:২৫ | আপডেট: ১ year আগে
জেলেনস্কির প্রাসাদে শ্যুট করা নাটু নাটু গানটি যেভাবে অস্কার পেল

লস অ্যাঞ্জেলসে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে লেডি গাগা বা রিয়ানার মতো বাঘা বাঘা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটেগিরিতে অস্কার জিতে নেয় পরিচালক এস এস রাজামৌলির ভারতের আঞ্চলিক তেলুগু সিনেমা ‘আরআরআর’ ছবির একটি গান ‘নাটু নাটু’। নাটু নাটু-র দুই স্রষ্টা – সঙ্গীত পরিচালক এম এম কীরাভানি ও গীতিকার চন্দ্রবোস হাতে ওঠে অস্কার।

তেলুগু সিনেমার দুই জনপ্রিয় নায়ক - রাম চরণ তেজা আর জুনিয়র এনটিআর ওই গানের সঙ্গে যেভাবে পা মিলিয়ে নেচেছিলেন, সেই মাতাল করে ছন্দে গোটা ভারতের আন্দোলিত হতে সময় লাগেনি মোটেই।

এর আগে আর এক ভারতীয় লেজেন্ড, এ আর রহমান তার ‘জয় হো’ গানটির জন্য ২০০৮ সালে অস্কার পেলেও সেই সিনেমাটি (স্লামডগ মিলিওনেয়ার) ছিল ব্রিটিশ নির্মাতাদের তৈরি। ফলে সেই অর্থে নাটু নাটু-ই প্রথম শতকরা একশোভাগ ‘ভারতীয়’ সঙ্গীতের অস্কার বিজয়।

যেভাবে তৈরি হল ‘নাটু নাটু’

গানটি শ্যুট করা হয়েছিল ইউক্রেনের রাজধানী কিয়েভে, প্রেসিডেন্টের প্রাসাদে ‘মারিনস্কি প্যালেসে’র ঠিক সামনেই। যখন ওই শ্যুটিং হয়, যুদ্ধ শুরু হতে তখনও অবশ্য অনেক বাকি।

মুক্তির পর নিমেষেই ‘টিকটক ট্রেন্ড’ হয়ে ওঠে ‘নাটু নাটু’, জায়গা করে নেয় লক্ষ লক্ষ ভারতীয়র মোবাইল রিংটোনেও। ‘আরআরআর’ সিনেমা হলে বাণিজ্যিক মুক্তি পাওয়ার পর সেই জনপ্রিয়তা হু হু করে আরও বাড়তে থাকে।

‘আরআরআর’ নামে ওই ছবিটিতে সুর করার জন্য রাজামৌলি দ্বারস্থ হন দক্ষিণী সিনেমার নামী কম্পোজার এম এম কীরাভানির।

নাটু নাটু গানটি তৈরির কাজ শুরু হয় ২০২০র জানুয়ারিতে। গানটির ৯০ শতাংশ কাজ প্রথম দুদিনেই হয়ে যায়, কিন্তু বাকিটা শেষ করতে লেগে যায় পুরো উনিশ মাস - কীরাভানি নিজেই এই তথ্য জানিয়েছেন।

তেলুগুতে ‘নাটু’ কথাটির অর্থ লোকাল বা দেশি। গানটির হিন্দি অনুবাদে অবশ্য ব্যবহার করা হয়েছে ‘নাচো নাচো’ শব্দবন্ধ।

কিয়েভে প্রেসিডেন্টের প্রাসাদে শ্যুটিংয়ের ঠিক আগেও শেষ মুহুর্তে বদলানো হয় গানের একটি অংশ। সেদিন ওই গানটির সঙ্গে নাচের দৃশ্যটির মোট আঠারোটি টেক নেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত এডিটিংয়ের টেবিলে রাখা হয় দ্বিতীয় টেকটিই। বাকিটা, যাকে বলে, ইতিহাস।

এরআগে চলতি বছরের শুরুতেই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মঞ্চে ‘বেস্ট অরিজিনাল সং’ বা সেরা মৌলিক গানের খেতাব জিতে নেয় ‘নাটু নাটু’।