কেউ পুলিশ, কেউ চিকিৎসক, কেউ সামরিক বাহিনীর মেজর, কেউবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা সবাই এক সময় দেশের জন্য হাতে তুলে নিয়েছিল অস্ত্র। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা সাতজন’।
সম্প্রতি এটি পেয়েছে সেন্সর ছাড়পত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক খিজির হায়াত খান।
নির্মাতা জানান, ২৮ জুলাই সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। তার ভাষ্য, ‘সেন্সর বোর্ড থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। এখন এটি মুক্তি দিতে আর কোনও বাধা নেই। ইচ্ছে আছে ডিসেম্বরে বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি দেওয়ার।’
জানা যায়, মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমায় সাতটি চরিত্র দেখানো হয়েছে। তাদের একজন নির্মাতা খিজির হায়াত খানও। বাকি ছয়টি চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য ও নাফিজ আহমেদ। এদের বাইরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।
‘ওরা ৭ জন’ নির্মাণ ও অভিনয়ের পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খিজির হায়াত খান। সংগীত করেছেন নাজমুল আবেদীন আবির। আর গান গেয়েছে ব্যান্ড ‘অসমাপ্ত’।