প্রচ্ছদ ›› বিনোদন

তাহসান-তিশার ‘মানি মেশিন’ মুক্তি পাচ্ছে ৪ জুন

বিনোদন ডেস্ক
২৫ মে ২০২২ ২১:৪১:১০ | আপডেট: ২ years আগে
তাহসান-তিশার ‘মানি মেশিন’ মুক্তি পাচ্ছে ৪ জুন
সংগৃহীত

তাহসান-তিশা অভিনিত ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’ মুক্তি পেতে যাচ্ছে ৪ জুন (শনিবার) রাত ৮টায়।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর ব্যানারে সৈয়দ আশিক রহমানের প্রযোজনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর গল্প ও পরিচালনায় মানি মেশিন এর শুটিং শেষ হয় গত বছরের শেষ দিকে।

‘মানি মেশিন’‌‌‌-এ অভিনয় করেছেন- তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান।

এ বিষয়ে পরিচালক মুহম্মদ মোস্তফা কামাল রাজ বলেন,‌ ‘চেষ্টা করেছি ভিন্নভাবে নির্মাণ করার। অনেকদিন ধরেই মুক্তির জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে সময় নির্ধারণ হলো। ‌তাহসান-তিশা জুটি ছোটপর্দায় বেশ জনপ্রিয়। আশা করি ওয়েবফিল্মেও দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।’‌‌‌