প্রচ্ছদ ›› বিনোদন

দর্শক টানছে ‌‌‌‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’

টিবিপি ডেস্ক
০৩ জুলাই ২০২৩ ১২:০৪:৪১ | আপডেট: ২ years আগে
দর্শক টানছে ‌‌‌‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’

এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সেই তালিকার নামগুলো- ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’ ও ‘লাল শাড়ি’। এরমধ্যে প্রথম তিনটি সিনেমা তুলনামূলক দর্শকদের আগ্রহে এগিয়ে থাকলেও অন্যগুলোও নিজ গুণে এগিয়ে যাচ্ছে।

তবে সব কিছুর চেয়ে ঈদে যে এখন হলে দর্শকের ভীড় বাড়ছে এটিই সবচেয়ে ইতিবাচক দিক।

যদিও মাল্টিপ্লেক্স ছাড়া সিঙ্গেল স্ক্রিনের করুণ অবস্থার সমাধান নিয়ে কোনো সম্ভাবনা এখনও তৈরি হয়নি। তবে এর মধ্য দিয়েই ঈদে বাংলা সিনেমা মুক্তি নিয়ে যে বাড়তি উন্মাদনার সৃষ্টি হয়েছে তা প্রশংসনীয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিবারের মতো এই ঈদেও শাকিব খানের সিনেমা পেয়েছে সর্বোচ্চ ১০৫টি হল। ‘প্রিয়তমা’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। আর শাকিব খানের বিপরীতে রয়েছে কলকাতার নায়িকা ইধিকা পাল।

মুক্তির পর থেকেই বেশ আলোচনায় রয়েছে ‘প্রিয়তমা’। শাকিব খানের নতুন লুক ও অ্যাকশন প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে আফরান নিশো বড়পর্দায় অভিষেকটা যেমন হয়েছে, সেটিই যেন তার প্রাপ্য ছিল। কারণ ছোটপর্দায় শীর্ষ জনপ্রিয় একজন অভিনেতার বড়পর্দায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকের গ্রহণযোগ্যতা। আর সেই পরীক্ষা হয়তো উতরে যাচ্ছেন নিশো। তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

রায়হান রাফির পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। নিজের প্রথম সিনেমাটি দর্শকদের সঙ্গে হলে বসে দেখেছেন নিশো। তবে সেটি লুকিয়ে।

‘সুড়ঙ্গ’ প্রদর্শনীর সময় দর্শকদের মনোযোগে যেন বিঘ্ন না ঘটে তাই লুকিয়ে ছিলেন নিশো। কিন্তু সিনেমা শেষে ঠিকই সবার সামনে আসেন এই তারকা।

গণমাধ্যমে নিশো বলেন, ‘ঈদের দিন দুটি হলে আমার সিনেমাটি দেখতে গিয়েছি। দর্শকের যেমন উন্মাদনা দেখেছি তাতে আমি মুগ্ধ। প্রথম সিনেমায় যেটুকু পাচ্ছি তা আমার জন্য অনেক।’

অন্যদিকে ‘প্রহেলিকা’ সিনেমার টিমকে দেখা যাচ্ছে বিভিন্ন হলে। চয়নিকা চৌধুরীর পরিচালনা এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরলেন মাহফুজ আহমেদ। এছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন শবনম বুবলি ও নাসির উদ্দিন খান।

বুবলি বলেন, ‘আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটিতে পুরোপুরি ভিন্ন চরিত্রে আমাকে দেখা যাবে। দর্শকদের সাড়ায় এখন পর্যন্ত মুগ্ধ। বিভিন্ন সিনেমা হলে যাচ্ছি। দর্শকদের প্রতিক্রিয়া সামনে থেকে দেখার চেয়ে আনন্দের কিছু হতে পারে না।’

এছাড়া ‘ক্যাসিনো’ সিনেমায় নিরব হোসেনের বিপরীতে অভিনয় করেছেন বুবলি। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

অপু বিশ্বাস প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন এবার ঈদে। সরকারি অনুদানে ‘লাল শাড়ি’ শিরোনামে সিনেমাটিতে প্রযোজনার পাশাপাশি নায়িকার চরিত্রের রয়েছেন তিনি। তার বিপরীতে রয়েছেন সায়মন সাদিক। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।