প্রচ্ছদ ›› বিনোদন

দ্বিতীয় বিয়ে করেলেন আশীষ বিদ্যার্থী

টিবিপি ডেস্ক
২৭ মে ২০২৩ ১৬:৫৩:৫৯ | আপডেট: ১০ মাস আগে
দ্বিতীয় বিয়ে করেলেন আশীষ বিদ্যার্থী
আশীষ বিদ্যার্থী ও রূপালি বড়ুয়া

৬০ বছর বয়সে এসে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় প্রবীণ অভিনেতা আশীষ বিদ্যার্থী। জামাইষষ্ঠীর শুভ লগ্নে কলকাতায় একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে চমকে দেন। পাত্রী রূপালি বড়ুয়া, কলকাতার এক নামী ফ্যাশন হাউজের কর্মকর্তা।

এর আগে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আগে রাজশ্রী বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। যিনি কলকাতা ইন্ডাস্ট্রির একজন দাপুটে প্রবীণ অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা। কিন্তু সেই বিয়ে টেকেনি, অনেক আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে গেছে। টলিউড, বলিউড, দক্ষিণী ভাষার একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।

ইতিমধ্যে তাদের বিয়ের অ্যালবাম প্রকাশ্যে আসার পরপরই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এবার অভিনেতা নিজেই সমস্ত কিছু নিয়ে মুখ খুললেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আশীষ বিদ্যার্থী শুক্রবার রাতে ফেসবুকে লাইভ করেন। লাইভে তিনি বলেন, ‘দিন শেষে আমরা সবাই কিন্তু খুশি থাকতে চাই। আর এই খুশির জন্য আজ থেকে ২২ বছর আগে আমরা একে অন্যের হাত ধরেছিলাম। বিয়ে করেছিলাম।’

আশীষ বলেন, ‘আমাদের জীবনে আমাদের সন্তান অর্থ আসে। তারও আজ বয়স ২২। কিন্তু এত সুন্দর একটা সময় কাটানোর পর আমি আর পিলু ক্রমশ বুঝতে পারছিলাম যে আমরা আর ভালো নেই। বরং আমরা আমাদের ভবিষ্যৎটা অনেকটাই আলাদাভাবে দেখি।’

তিনি বলেন, ‘পিলুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর যখন রূপালীর সঙ্গে কথা হয়, তখন আমার মনে হয় আমি ওর সঙ্গে জীবন কাটাতে চাই। যদিও আমরা দুজনেই আপ্রাণ চেষ্টা করেছিলাম এই বিয়েটা টিকিয়ে রাখার জন্য। কিন্তু তারপর বুঝি এতে কেবল একে অন্যের ওপর বোঝা হয়ে থাকব আমরা। তাই সরে আসার সিদ্ধান্ত নিই।’

আশীষ আরও বলেন, ‘এই ভাবনাটা আজ নয়, ২ বছর আগেই এসেছিল। আমার যখন ৫৫ বছর বয়স তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি আবার বিয়ে করব। তখনই আমার আলাপ হয় রূপালীর সঙ্গে। আমার বয়স ৫৭, ওর ৫০। কিন্তু তাতে কী? বয়সে কী আসে যায় বন্ধু?’

এদিকে, আশীষ-রুপালির বিয়ে নিয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান এ অভিনেতার প্রাক্তন স্ত্রী রাজোশি বড়ুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘আপনার জীবনে যে সঠিক মানুষ সে কখনোই বুঝতেই দেবে না আপনি তার জীবনে কী ভূমিকা রাখেন। তারা এমন কোনো কাজ করবে না যা আপনাকে আঘাত করবে।’

তিনি লেখেন, ‘এই মুহূর্তে অতিরিক্ত চিন্তাভাবনা আর সন্দেহ মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার জীবন শান্তিপূর্ণ হোক। আপনি অনেক শক্তিশালী। সকলের আশীর্বাদ প্রয়োজন। কারণ এটা আপনার প্রাপ্য।’