প্রচ্ছদ ›› বিনোদন

নাইজেরিয়ায় ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ প্রদর্শিত

বিনোদন ডেস্ক
০৭ মে ২০২২ ২১:৪৭:৩৪ | আপডেট: ১ year আগে
নাইজেরিয়ায় ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ প্রদর্শিত

নাইজেরিয়ার আবুজায় আন্তর্জাতিক জুমা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বাদশ সংস্করণে ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ প্রদর্শিত হয়েছে। এই ডকুড্রামাটি সেখানে বেশ দর্শক নন্দিত হয়েছে।

আবুজায় বাংলাদেশ হাইকমিশন নাইজেরিয়ান ফিল্ম কর্পোরেশন এবং নাইজেরিয়া সরকারের ফেডারেল ক্যাপিটাল টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় ৫ মে ডকুড্রামাটি প্রদর্শন করে।

দর্শকদের মধ্যে ছিলেন কূটনৈতিক কোরের সদস্য, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, ব্যবসায়ী, নাইজেরিয়ার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, বাংলাদেশি সম্প্রদায় ও গণমাধ্যম ব্যক্তিত্ব প্রমুখ।

মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. আনিসুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান।

শেখ হাসিনার রাজনৈতিক জীবন তুলে ধরে তিনি বলেন, তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে।

বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের ওপর সংক্ষিপ্তভাবে আলোকপাত করার সময় কাউন্সিলর (রাজনৈতিক) বিদোষ চন্দ্র বর্মণ বাংলাদেশ ও নাইজেরিয়ার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের রূপরেখা তুলে ধরেন।

সাংস্কৃতিক সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি আশা প্রকাশ করেন, নাইজেরিয়ায় ডকুড্রামাটি প্রদর্শিত হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিক উন্মোচন হবে।

নাইজেরিয়ার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক স্টিভ ইবো বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া অনেক আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে।

তিনি বলেন, ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ প্রদর্শন বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে।

সমাপনী বক্তব্যে নাইজেরিয়ান ফিল্ম কর্পোরেশনের সিইও/ব্যবস্থাপনা পরিচালক এবং জুমা ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান ড. চিদিয়া মাদুয়েকওয়ে বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া উভয়ই জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার অধীনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে।

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আগামী দিনের নেতারা শিক্ষা নিতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি ডকুড্রামাটি প্রদর্শনের সাফল্যও কামনা করেন।