আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। অনেকটা গোপনেই নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে সেরেছেন তিনি।
সানাইয়ের বরের নাম আবু সালেহ মুসা। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। মুসার গ্রামের বাড়ি একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকায়।
এর আগে ২০১৯ সালে সানাইয়ের বিয়ের গুঞ্জন শুরু হয়েছিল। সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন এমন গুঞ্জন শুরু হয় তখন। সানাই নিজেও সে গুঞ্জনকে সত্য খবর হিসেবে দাবি করেছিলেন। সে সময় ওই সাবেক মন্ত্রীর বাগদান হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। তবে পরে এ নিয়ে আর কিছু জানা যায়নি।