প্রচ্ছদ ›› বিনোদন

বৃষ্টির মধ্যেও জ্বলে উঠল কোক স্টুডিও'র লাল-নীল মঞ্চ

বিনোদন ডেস্ক
১০ জুন ২০২২ ১৭:৫৭:১১ | আপডেট: ২ years আগে
বৃষ্টির মধ্যেও জ্বলে উঠল কোক স্টুডিও'র লাল-নীল মঞ্চ
ছবি- ইউএনবি

রাজধানীতে সঙ্গীতপ্রেমীদের মধ্যে অনেকদিন পর উন্মাদনা ছড়িয়েছিল কোক স্টুডিওর কনসার্ট। এরসঙ্গে চমক হিসেবে যোগ হয় ফিফা ট্রফি। বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটি। কিন্তু এতে বাধ সাধে বৃষ্টি। সবারই ধারণা ছিল কাঙ্খিত কনসার্টটি হয়তো আর দেখা হবে না। কিন্তু শেষ পর্যন্ত রাত ৯টায় জ্বলে উঠে লাল-নীল মঞ্চ।

আয়োজনের শুরুতে দল নিয়ে মঞ্চে উঠেন অর্ণব। আর সঙ্গে ছিলেন সুনিধি নায়েক। রবীন্দ্রসঙ্গীত ‘যদি তোর ডাক শুনে কেউ’ দিয়ে শুরু হয় তাদের পারফরমেন্স। স্বস্তি আসে উপস্থিত দর্শকদের মধ্যে। তাদের চিৎকারে ভরে উঠে কনসার্ট প্রাঙ্গণ। বৃষ্টিস্নাত রাতে সুরের মূর্ছনায় মেতে উঠে সবাই।

অর্ণবের পর মঞ্চে দেখা দেন পান্থ কানাই ও অনিমেষ রায়। তাদের ‘নাসেক নাসেক’ ও ‘দোল দোল দুলুনি’ গান দুটির ফিউশনে ততক্ষণে মাঠ জমিয়ে তোলেন। কনসার্ট বন্ধ হয়ে যাওয়ার আতঙ্ক ছিল, সেই রেশ ততক্ষণে কেটে গেছে।

এরপর নজরুলসঙ্গীত ‘বুলবুলি’ দিয়ে মঞ্চ মাতান ঋতুরাজ ও নন্দিতা। এরপর আবারও মঞ্চে উঠেন অর্ণব। এবার তার সঙ্গে ছিলেন বগা তালেব। তারা পরিবেশন করেন ‘চিলতে রোদে’ এবং ‘ও কি একবার আসিয়া’ গানের ফিউশন।

কনসার্টে দর্শকদের মাতামাতি যখন তুঙ্গে তখন মঞ্চে উঠেন মিজান ও মমতাজ। শুরুতে মমতাজের অনুরোধে সীতাকুণ্ড ট্র্যাজেডির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মিজানের সঙ্গে মমতাজের ‘আল্লাহ মেঘ দে পানি দে’ ও ‘বাবা মাওলানা’র ফিউশন দিয়ে আবারও মেতে উঠেন দর্শক।

কোক স্টুডিও কনসার্টের আরও চমক হিসেবে ছিল ব্যান্ড লালন, নেমেসিস, তাহসান, ওয়ারফেজ, ইন্ট্রোয়েট,জালালি সেট এবং নগরবাউল জেমস।

কোকাকোলাকে সঙ্গে নিয়ে পুরো আয়োজনটি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কনসার্টের মঞ্চে বিকালে ফিফা ট্রফি নিয়ে মঞ্চে উঠেছিলেন ফরাসি বিশ্বকাপজয়ী ফুটবলার ক্রিস্তিয়ান কারেম্বুক।