প্রচ্ছদ ›› বিনোদন

মুক্তির প্রথম সপ্তাহেই কেজিএফ চ্যাপ্টার ২'র বাজিমাত

বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২২ ২১:৪৪:২০ | আপডেট: ২ years আগে
মুক্তির প্রথম সপ্তাহেই কেজিএফ চ্যাপ্টার ২'র বাজিমাত
সংগৃহীত

কন্নড় অ্যাকশন চলচ্চিত্র কেজিএফ চ্যাপ্টার ২-। ১৪ এপ্রিল বৈশাখের প্রথম দিনে রীতিমত ঝড়ো আবির্ভাব ঘটলো বহুল প্রত্যাশিত এ সিনেমার। রাতারাতি বিশ্বজুড়ে অ্যাকশন মুভি ম্যানিয়াতে হিট করা মুভিটি তৃতীয় সংস্করণেরও মাইলফলক দিয়ে রেখেছে। প্রথম ছবির বাজিমাতের তিন বছরের মাথায় নির্মিত এই মুভিটি বর্তমানে বলিউড ব্লকবাস্টারগুলোর সাথে একই মঞ্চ ভাগাভাগি করে নিচ্ছে।

এছাড়াও প্রথম কন্নড় সিনেমা হিসেবে অতিকায় আইম্যাক্সের পর্দায় মুক্তি পাওয়া চলচ্চিত্রটির অভিজাত সূচনায় ভাসছে গোটা ভারতীয় উপমহাদেশ।

ছবিটি বানাতে সর্বমোট খরচ হয়েছে প্রায় ১০০ কোটি রুপি। কন্নড় চলচ্চিত্রের ইতিহাসে এটিই সব থেকে ব্যয়বহুল সিনেমা।

মুক্তির দ্বিতীয় দিনে মুভিটির ২৮৬ কোটি রুপি উপার্জন মুভিটিকে সর্বকালের সর্বোচ্চ আয়কারী কন্নড় ছবিতে পরিণত করে। হিন্দি সংস্করণটি প্রথম দিনেই ৫৩.৯৫ কোটি রুপি আয় করে হিন্দি চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড সৃষ্টি করে। কন্নড় এবং মালায়ালাম মুভি হিসেবেও এর উদ্বোধনী আয় সর্বোচ্চ। সব মিলিয়ে বিশ্বব্যাপী মুভিটির ৬২৫ কোটি রুপি আয় ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলোর তালিকায় অন্তর্ভূক্ত করেছে।

এক্সেল এন্টারটেইনমেন্ট এবং এএ ফিল্মস পেয়েছিলো ফিল্মটির হিন্দি সংস্করণ প্রচারের স্বত্ব অর্জন করেছে। এই সংস্করণটির স্যাটেলাইট স্বত্ব সনি ম্যাক্সের। ফার্স ফিল্মসের প্রচারণায় ভারতের বাইরে সারা বিশ্ব পরিচিত হতে পেরেছে অ্যাকশন ফিল্মটির সাথে।

চলচ্চিত্রটির তেলেগু, কন্নড়, মালায়লাম ও তামিল সংস্করণের স্যাটেলাইট স্বত্ব নিয়েছে জি নেটওয়ার্ক। আর হিন্দি থেকে শুরু করে মালায়ালাম পর্যন্ত পাঁচটি ভাষাতেই ছবিটির ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব অ্যামাজন প্রাইম ভিডিওর।