প্রচ্ছদ ›› বিনোদন

‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
৩০ মে ২০২৩ ১৭:৫৭:০৬ | আপডেট: ১০ মাস আগে
‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন
পিয়ারী বেগম। পুরনো ছবি

বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক বাংলা সিনেমা ‘মুখ ও মুখোশ’র অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে উত্তরার নিজ বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রীর ছেলে রবিউল ইসলাম।

তিনি বলেন, ‘মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত কয়েক দিন ধরে তার খুব জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল। এছাড়া ডায়াবেটিস ও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। আজ দুপুরে তিনি হঠাৎ বেশি অসুস্থ হয়ে যান। তবে হাসপাতাল নেয়ার আগেই মা আমাদের ছেড়ে চলে যান।’

রবিউল ইসলাম জানান, আজ মঙ্গলবার এশার নামাজের পর উত্তরার জসীম উদ্‌দীন রোডের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন পিয়ারী বেগম। সঙ্গে কিডনির জটিলতাও ছিল। গত ৪-৫ দিন আগে তার জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। এর আগে, গেল মাসে উত্তরার একটি হাসপাতালে ভর্তি ছিলেন পিয়ারী বেগম।

উল্লেখ্য, ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পেয়েছিল বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। সিনেমাটি পরিচালনা করেছিলেন আবদুল জব্বার খান। এর অন্যতম প্রধান নারী চরিত্রে ছিলেন পিয়ারী বেগম। তিনি অভিনেতা আমিনুল হকের স্ত্রী। ঢাকার উত্তরায় ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনিদের নিয়ে বসবাস করতেন তিনি।