প্রচ্ছদ ›› বিনোদন

পাঞ্জাবি স্টাইলে বিয়ে সারলেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক
১৪ এপ্রিল ২০২২ ১৯:১২:৪১ | আপডেট: ৩ years আগে
পাঞ্জাবি স্টাইলে বিয়ে সারলেন রণবীর-আলিয়া
সংগৃহীত

বলিউডে ফের বিয়ের সানাই বেজেছে। পাঞ্জাবি স্টাইলে বিয়ে সারলেন আলিয়া ভাট আর রণবীর কাপুর। পরিবারের উপস্থিতিতে দুই তারকা সাত পাক ঘুরলেন বলেই জানা গেছে।

রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলল রঙ মিলান্তি পোশাকে। বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার বেস্টি, ব্রাইডস মেইড আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।

মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় রণবীরের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর এই জুটি পাঞ্জাবি স্টাইলে বিয়ে করেছেন। সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা, করিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।

বাড়ির ভিতরে বিয়ের আয়োজন হলেও, বাইরে ছবির জন্য অপেক্ষা করা পাপারাৎজি ও মিডিয়ার জন্য মিষ্টির বক্স দেওয়া হয়েছে। খুব কম সংখ্যক মানুষের উপস্থিতিতেই হয়েছে এই বিয়ে। হাতেগোনা ৫০জন হয়তো ছিল বিয়েতে।

এদিন সকাল থেকেই বিয়ে বাড়ি এলাকায় ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সাথে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে। ছিল স্নিফার্স ডগ। এখন শুধু বিয়ের ছবি সামনে আসার অপেক্ষা!

অভিনেতা ঋষি কাপুর এবং নীতু সিং-এর ছেলে এবং প্রবীণ অভিনেতা-পরিচালক রাজ কাপুরের নাতি রণবীর ২০০৭ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ট্র্যাজিক রোম্যান্স সিনেমা ‘সাওয়ারিয়া’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে। যদিও ছবিটি তেমন ব্যবসা সফল হয়নি।

এরপর ২০০৯ সালে রণবীর ‘ওয়েক আপ সিড’, রোমান্টিক কমেডি সিনেমা ‘আজব প্রেম কি গজব কাহানি’ এবং ‘রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার’- সিনেমায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন।

অন্যদিকে, আলিয়া চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজদানের মেয়ে। ১৯৯৯ সালে থ্রিলার ‘সংঘর্ষ’-এর মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে তার আত্মপ্রকাশ ঘটে। তবে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তার অভিষেক হয়েছিল ২০১২ সালে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের বহুল আলোচিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে।