প্রচ্ছদ ›› বিনোদন

রণবীর-আলিয়ার মিলিত সম্পত্তির পরিমাণ কত?

বিনোদন ডেস্ক
১৬ এপ্রিল ২০২২ ১০:০০:৪৪ | আপডেট: ৩ years আগে
রণবীর-আলিয়ার মিলিত সম্পত্তির পরিমাণ কত?
সংগৃহীত

রণবীর কাপুর এবং আলিয়া ভাট এই মুহূর্তে বলিউডে রাজত্ব করা দুই তারকা। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। বিয়েটা বেশ সাদামাটাভাবেই সেরেছেন। পরিজন-বন্ধুবান্ধব মিলিয়ে অতিথিদের তালিকায় ছিলেন ৫০ জন। যদিও ব্যক্তিজীবনে জাকজমকের অন্ত নেই সদ্যবিবাহিত কাপুর দম্পতির।

দুই তারকার বিয়েকে কেন্দ্র করে তোলপাড় নেট দুনিয়া। স্বামী-স্ত্রী হিসেবে জীবন শুরু করলেও এককভাবে তারা বলিউডের জনপ্রিয় তারকা। বহু হিট ছবি তারা এককভাবে উপহার দিয়েছেন দর্শকদের। সফল তাদের কেরিয়ারও।

সম্প্রতি বিভিন্ন সূত্রে প্রকাশ হয়েছে বিয়ের পর দুই তারকার মিলিত সম্পত্তির পরিমাণ। নতুন জীবনে পা রাখতেই কত কোটি টাকার মালিক রণবীর-আলিয়া?

বিভিন্ন তথ্য অনুযায়ী, বর্তমানে রণবীরের সম্পত্তির পরিমাণ আনুমানিক ভারতীয় মুদ্রায় ৩২০ কোটি টাকার মতো। একাধিক বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। একেকটি ছবিতে রণবীর পারিশ্রমিক নেন ৫০ কোটি টাকা।

অন্যদিকে, গত বছর যে তথ্য প্রকাশ হয়, তাতে জানা যায়, আলিয়ার সম্পত্তির পরিমাণ ৫১৯ কোটি টাকা। একদিনের প্রোমোশনাল শ্যুটের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। তিনিও একাধিক বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সব মিলিয়ে রণবীর ও আলিয়ার মিলিত সম্পত্তির পরিমাণ জানা যাচ্ছে আনুমানিক ৮৩৯ কোটি টাকা।

বাংলা নববর্ষের ঠিক আগের দিন আনুষ্ঠানিকভাবে নতুন জীবন পেতেছেন ‘রণলিয়া’। তবে তার আগে থেকেই বান্দ্রার শহরতলিতে কাপুরদের অ্যাপার্টমেন্টের দিকে নজর ছিল অনুরাগীদের। পালি হিলসের যে ‘বাস্তু’ অ্যাপার্টমেন্টে রণবীর-আলিয়ার চার হাত এক হল, তার মূল্য কত? ‘বাস্তু’-র অভিজাত বহুতলের আটতলায় রয়েছে রণবীরের অ্যাপার্টমেন্ট।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ৩৫ কোটি টাকায় তা কেনা হয়েছে। অ্যাপার্টমেন্টের সাজসজ্জায় মাথা খাটিয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। বিয়ের অনুষ্ঠানের মতোই ছিমছাম তার অন্দরসজ্জা। চারপাশে প্যাস্টেল রঙের ছোঁয়া। তাতে আস্ত একটি সিনেমাহল বানিয়ে ফেলেছেন রণবীর। সঙ্গে তাঁর দু’টি পোষ্যের জন্য বরাদ্দ রয়েছে বিশাল জায়গা।

সিনেমার বহু চরিত্রের মতো ব্যক্তিজীবনেও নাকি বেশ ক্যাজুয়াল রণবীর। সেই ‘লুক’ বজায় রাখতে একগাদা মানানইসই স্নিকার্সও কিনেছেন। কখনও রণবীরকে দেখা যায় ‘নাইকে এক্স’-এর ফ্যাকাসে সাদা স্নিকার্সে। কখনও আবার ঘুরছেন ওই ব্র্যান্ডেরই ‘এয়ারম্যাক্স-১ অ্যাটমস’ পরে। প্রথমটা কিনতে খরচ হয়েছে প্রায় পৌনে ৩ লক্ষ টাকা। আর পরেরটা প্রায় লাখ টাকা। রণবীর তো বলেই ফেলেছেন, ‘আমি তো ‘স্নিকারহেড’। সাধারণত একসঙ্গে দু’জোড়া কিনি। ওই যে কথায় বলে না— ওয়ান টু রক, ওয়ান টু স্টক!’’

স্নিকার্স ছা়ড়া দামি হাতঘড়িও পছন্দ রণবীরের। তার সংগ্রহে রয়েছে অমিতাভ বচ্চনের দেওয়া রিচার্ড মাইল আর এম ০১০-র মতো ঘড়ি। ৫০ লাখি ওই ঘড়ির যন্ত্রাংশ গ্রেড ৫ টাইটেনিয়ামের মতো হালকা অথচ শক্তিশালী ধাতু দিয়ে তৈরি। এ ছাড়াও রোলেক্স থেকে হাবলট— প্রায় সব নামী ব্র্যান্ডেই মজেছেন রণবীর।

রণবীরের গ্যারাজেও দামি গাড়ির অভাব নেই। ফলে সোয়া দু’কোটিতে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ-এর ২০১৭ সালের মডেল কিনে ফেলেছেন তিনি।

একটি সংবাদমাধ্যমের দাবি, বলিউড তারকাদের মধ্যে খুব কম জনেরই কাছে মার্সিডিজ বেঞ্জ জি-৬৩ এএমজি মডেলটি রয়েছে। তাঁদের মধ্যে এক জন রণবীর। ৫.৫ লিটার ভি৮ ইঞ্জিনের এই দৈত্যের ভিতরে রয়েছে ৫৬৩ অশ্বশক্তির ক্ষমতা। ৭৬০ এনএম টর্কের মার্সিডিজের এই ম়ডেলটিতে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়াও সাত স্পিডের অটোমেটিক ট্রান্সমিশন বা সানরুফ রয়েছে।

মার্সিডিজ ছাড়াও অডি আর৮-এর মতো আরও একটি জার্মান প্রযুক্তির গা়ড়ি থাকে তার গ্যারাজে। ৫.২ লিটার ভি১০ পেট্রল ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৬০২ অশ্বশক্তি তৈরি হতে পারে। এর টর্ক ৫৬০ এনএম।

এত কিছুর জন্য কত খরচ হয়েছে রণবীরের? দাম ২.৭২ কোটি টাকা। তবে অন্যান্য খরচ মিলিয়ে গাড়ির দাম আরও বেশি দাঁড়িয়েছে।

‘বাস্তু’-তে রণবীরের মতো আলিয়ারও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। বিয়ের আগেই তা কিনেছিলেন মহেশ ভাটের মেয়ে। ২,৪৬০ বর্গফুটের ওই অ্যাপার্টমেন্ট কিনতে নাকি ৩২ কোটি টাকা খরচ করেছেন আলিয়া।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নেমেছেন আলিয়া। ২০২০ সালে ‘ইটার্নাল সানশাইন প্রোডাকশন’ নামে প্রযোজনা সংস্থা শুরু করেন তিনি। ২,৮০০ বর্গফুটের সেই অফিসটির জন্য ২ কোটি খরচ করেছেন আলিয়া।

মুম্বাইয়ের ভিড় থেকে দূরে একটি বাড়ির স্বপ্ন ছিল। সংবাদমাধ্যমের কাছে আলিয়া সে কথা বহু বার বলেছেন। এই ২৯ বছরেই তাঁর সে স্বপ্নপূরণ হয়েছে। বান্দ্রায় অ্যাপার্টমেন্টের পাশাপাশি লন্ডনেও একটি বাড়ি কিনেছেন। সেই ২০১৮ সালে। বাগানঘেরা সে বাড়িতে মাঝেমধ্যে গিয়ে ওঠেন আলিয়ার ছোট বোন শাহিন ভাট। সংবাদমাধ্যমের দাবি, লন্ডনের বাড়িটির দাম প্রায় ৩২ কোটি টাকা।

রণবীরের মতো ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ গাড়িটি কিনেছেন আলিয়া। সেই ২০১৯ সালে। ডিজেলচালিত সেই গাড়িটিতে ৩ লিটারের ভি৬ ইঞ্জিন রয়েছে। দামও রণবীরের গাড়ির মতোই।

এই বয়সেই একটি বিএমডব্লিউ ৭ সিরিজের ৭৪০ এলডি ম়ডেলের মতো দামি গাড়ির মালকিন আলিয়া। ৩ লিটারের টুইন-পাওয়ার টার্বোচার্জড ৬ সিলিন্ডারের ইঞ্জিনের এই গাড়িটির দাম প্রায় দেড় কোটি টাকা। সর্বোচ্চ ২৬১ অশ্বশক্তির ক্ষমতাসম্পন্ন এই গাড়িটির টর্ক ৬২০ এনএম পর্যন্ত হতে পারে।

আলিয়ার বিশালাকায় একটি ভ্যানিটি ভ্যান রয়েছে। তবে সেই ভ্যানের দাম জানা যায়নি। তবে এটা জানা গিয়েছে যে- আলোয়-আয়নায় সাজানো সে ভ্যানের অন্দর সাজিয়েছেন গৌরী খান। সূত্র- আনন্দবাজার ও এপিবি আনন্দ