প্রচ্ছদ ›› বিনোদন

‘লাইভ’ সাক্ষাৎকারের প্রশ্ন নিয়ে নুহাশ হুমায়ূনের ক্ষোভ

বিনোদন ডেস্ক
২৭ এপ্রিল ২০২২ ২১:১৮:৪২ | আপডেট: ১ year আগে
‘লাইভ’ সাক্ষাৎকারের প্রশ্ন নিয়ে নুহাশ হুমায়ূনের ক্ষোভ
ছবি- ফেসবুক

সাইকোলজিক্যাল হরর ঘরানার চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘ষ’। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই অ্যান্থোলজি সিরিজ। এরই মধ্যে পেট কাটা ‘ষ’- নিয়ে দর্শক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আর এটির পরিচালক নুহাশ হুমায়ূন। আর এই ‘ষ’ নুহাশের তৈরি প্রথম ওয়েব সিরিজ।

সম্প্রতি 'ষ' এর বিষয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় ইন্টারভিউ দিয়েছেন পরিচালক নুহাশ হুমায়ূন। কিন্তু সেই লাইভ অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্ন নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

লাইভ সাক্ষাৎকারে ডেকে 'অমূলক' প্রশ্ন করায় গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

নুহাশ লিখেছেন, বাংলাদেশে সাংবাদিকতা যদি আরেকটু সম্মানজনক হত! একটু আগে প্রথম আলোর লাইভ ইন্টারভিউ দিচ্ছিলাম। ভেবেছিলাম সেখানে ষ (ওয়েব সিরিজ) নিয়ে কথা হবে।

সেখানে আমাকে প্রশ্ন করা হল, হুমায়ূন আহমেদ আমার বাবা না হলে আমি এখানে আসতে পারতাম?

আমি জানি না আপনি কীভাবে একজন আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতাকে এমন কিছু কিভাবে জিজ্ঞাসা করেন। তোমাদের কী মনে হয় সানডেন্স, বুসান, এসএক্সএসডব্লিউ, মার্শে দ্যু ফিল্ম বাপের নাম দেখে প্রোগ্রামে আমন্ত্রণ জানায়?’

জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে সরাসরি প্রচারিত ওই সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে যোগ দেন নুহাশ; অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক তাকে প্রশ্ন করেন, হুমায়ূন আহমেদের পুত্র না হলে আপনি এখানে থাকতেন বলে মনে হয় কি না। আর সে প্রশ্নেই ক্ষুব্ধ হয়েছেন নুহাশ হুমায়ূন।

'ষ' নিয়ে নুহাশ হুমায়ূন বলেন, ‘মূর্ধন্য ষ-কে আমরা সবাই ছোটবেলা থেকে পেটকাটা ষ বলি। কেউ বাংলা ভাষা শিখলেই এই অক্ষরটাকে পেটকাটা ষ বলে ও চিনে। কিন্তু কেন? কোনো বাংলা বই বা কোথাও কিন্তু পেটকাটা ষ লেখা নেই। খুব ভৌতিক একটা অদ্ভুত নাম। কিন্তু কেমন করে যেনো লোককথার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে জিনিষটা খুব পরিচিত হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছিল এই ভূতের গল্পগুলোও একই রকম। কোথাও লেখা নেই। পুরাটা লোককথা। কিন্তু মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে। সো ফাইনালি, পেটকাটা ষ-কে পেটকাটা ষ বলতে চাই; লিখতে চাই। আর ভূতের গল্পগুলোকে আমার মতো করে আধুনিকভাবে একত্রিত করতে চাই।’