প্রচ্ছদ ›› বিনোদন

শরিফুল রাজের ‘ইনফিনিটি ২’-এর ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক
২৩ জুন ২০২৩ ১১:০৪:০৪ | আপডেট: ২ years আগে
শরিফুল রাজের ‘ইনফিনিটি ২’-এর ট্রেলার প্রকাশ

ঈদুল আজহায় আসছে চিত্রনায়ক শরিফুল রাজের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’। বৃহস্পতিবার এ সিরিজের ট্রেলার প্রকাশ করা হয়েছে।

তিন বছর আগে, ২০২০ সালে ‘ইনফিনিটি’ সিরিজের প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল। সেই গল্পের শেষ থেকেই এবার শুরু হবে ‘ইনফিনিটি সিজন টু’র গল্প। ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে সিরিজটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব।

পরিচালক মেহেদি হাসিব বলেন, এবারের গল্পটা আরো আকর্ষণীয়। প্রথম কিস্তির অনেক অসমাপ্ত ও রহস্যের উত্তর পাওয়া যাবে এবারের গল্পে। এবার আমরা লং টেকের দৃশ্য ব্যবহার করেছি।

সিরিজটিতে শরিফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজ, শিশুশিল্পী লুবাবাসহ অনেকেই। বিশেষ দুটি চরিত্রে কাজ করেছেন এস এন জনি ও সামিয়া অথৈ।