প্রচ্ছদ ›› বিনোদন

সাফ চ্যাম্পিয়ন নারীদের জমি-ফ্ল্যাট দেয়ার কথা বললেন সানী

বিনোদন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৩:০০ | আপডেট: ১ year আগে
সাফ চ্যাম্পিয়ন নারীদের জমি-ফ্ল্যাট দেয়ার কথা বললেন সানী

স্বপ্নের ট্রফি নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছে এই বাঘিনীরা। সেই উল্লাসে এখন মেতে আছে পুরো দেশ। সবখানেই চলছে জয়ধ্বনি।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানীও মেতেছেন সেই জয়ের আনন্দে। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানিয়ে তাদের জন্য সরকারের কাছে জমি কিংবা ফ্ল্যাট দেয়ার আবেদনও করেছেন তিনি।

সানীর ভাষ্য, ‘অভিনন্দন দেবার আগে একটা কথা না বললেই নয়, মাননীয় প্রধানমন্ত্রী আমার এই পোস্টটা দেখবেন কিনা আমি ঠিক বলতে পারি না, আবেদন করতে পারি ফুটবলে জৌলসের সাক্ষী হচ্ছি আমি। আমাদের ফুটবলে কি শক্তি ছিল (ছেলেদের) এখন সেটা মৃতপ্রায়। সেই ক্ষেত্রে মেয়েরা আমাদের মুখ উজ্জ্বল করেছে, তার জন্য এই মেয়েদের বেঁচে থাকার জন্য পরিবার নিয়ে এক খণ্ড জমি কিংবা ফ্ল্যাট দিলে খুব ভালো হয়।’

তিনি আরও বলেন, ‘আগামী প্রজন্ম উৎসাহী হয়ে ফুটবলে এগিয়ে আসবে, সমাজে কত বাটপাররা চোখের সামনে অবৈধভাবে গাড়ি-বাড়ি পাহাড় সমান সম্পদ করেছেন, সেই জায়গায় এতটুকু আবদার আপনি রাখতেই পারেন; মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের ফুটবল ফেডারেশন এসি রুমের মাদবরি থেকে বেরিয়ে আসবেন এবং দেশকে ভালোবাসবো আমরা, ধন্যবাদ অভিনন্দন নারী ফুটবল টিমকে। ফুটবলের আরও কথা বলব আরেক দিন।’

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের একাদশে খেলেছেন রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না।