প্রচ্ছদ ›› বিনোদন

সুরকার ও সংগীত পরিচালক আলম খান আর নেই

নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২২ ১৯:২০:১১ | আপডেট: ২ years আগে
সুরকার ও সংগীত পরিচালক আলম খান আর নেই
সংগৃহীত

বাংলা গানের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আলম খান আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

শুক্রবার বেলা ১১টা ৩২ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সংগীতজ্ঞ আলম খানের পুরো নাম খুরশিদ আলম খান। ১৯৪৪ সালের ২২ অক্টোবর সিরাজগঞ্জের বানিয়াগাথি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

আলম খান বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব ছিলেন। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন। চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও সুরকার বিভাগে সাতবার বাংলাদেশ সরকার প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

সুরকার ও সংগীত পরিচালক আলম খানের মৃত্যুতে গভীর শোক এবং দু:খ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।