প্রচ্ছদ ›› বিনোদন

সোয়া ১২ কোটি টাকার সরকারি অনুদান পেল ১৯ চলচ্চিত্র

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২২ ১৬:৪১:৩৬ | আপডেট: ২ years আগে
সোয়া ১২ কোটি টাকার সরকারি অনুদান পেল ১৯ চলচ্চিত্র
সংগৃহীত

২০২১-২২ অর্থবছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবারের অনুদানের তালিকায় রয়েছে ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এগুলো জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ১২ কোটি ১৫ লাখ টাকা।

বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদানপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

জানা যায়, ১০টি চলচ্চিত্র পাচ্ছে ৬০ লাখ টাকা করে। ৪টি চলচ্চিত্রের প্রতিটি পাচ্ছে ৬৫ লাখ টাকা। এছাড়া ৭০ লাখ করে পেয়েছে ৪টি চলচ্চিত্র এবং নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী সর্বোচ্চ ৭৫ লাখ পেয়েছেন।

অনুদান পাওয়া সিনেমাগুলোর তালিকা, জয় বাংলার ধ্বনি (মুক্তিযুদ্ধভিত্তিক), একাত্তর-করতলে ছিন্নমাথা (মুক্তিযুদ্ধভিত্তিক), যাপিত জীবন, যুদ্ধ জীবন, বনলতা সেন, অতঃপর রোকেয়া, ১৯৬৯, বঙ্গবন্ধুর রেণু, ডোডোর গল্প, বকুল কথা, আর্জি, এই তো জীবন, আহারে জীবন, অন্তরখোলা, ভাষার জন্য মমতাজ, লাল শাড়ি, বিচারালয়, মায়া, মুক্তির ছোটগল্প।

এছাড়া স্বল্পদৈর্ঘ্য শাখায় অনুদান পেয়েছে একটি ভোরের অপেক্ষায় (চলচ্চিত্র), লোকনাট্য প্রসঙ্গ ও ধামের গান (প্রামাণ্যচিত্র), জল তরঙ্গের গান (প্রামাণ্যচিত্র), অ্যাথলেট সুলতানা কামাল (চলচ্চিত্র), বাকিটা ইতিহাস (চলচ্চিত্র), বামাদেশ (চলচ্চিত্র)।