ঢাকাই সিনেমার আলোচিত দুই চিত্রনায়িকা পরীমনি ও বিদ্যা সিনহা মিমের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট এখন শোবিজের সবচেয়ে আলোচিত ইস্যু। দুজনই যাকে নিয়ে তর্কে মেতেছেন তিনি হচ্ছেন- পরীর স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ। তবে রাজ এই দুইদিন চুপ থাকলেও আজ এ ইস্যুতে গণমাধ্যমে কথা বলেছেন।
রোববার গণমাধ্যমে দেয়া নিজের বক্তব্যে পরীমনির অভিযোগ মিথ্যা দাবি করেন রাজ।
তিনি বলেন, ‘পরী আমার সম্পর্কে এমন কথা কেন বলছে জানি না। আমি রীতিমতো অবাক হয়েছি। কারণ এর কোনো সত্যতা নেই।’
রাজ বলেন, ‘দেখুন আমরা (পরীমনি) ভালোবেসে বিয়ে করেছি। পরীকে আমি এখনও অনেক ভালোবাসি আর আগামীতেও ভালোবেসে যাব।’
রাজ আরও বলেন,‘আমার কাজ ও সংসারের প্রতি আমি বেশ যত্নশীল। সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব; এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই।’
আলোচনা-সমালোচনা নিয়ে মাথাব্যথা নেই উল্লেখ করে এ চিত্রনায়ক আরও বলেন, ‘আমি এমন কিছুই করিনি যেখানে ভালোবাসা বা সংসার ভাঙনের কথা উঠবে। তাই এসব আলোচনা-সমালোচনা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই।’
কিন্তু পরীমনি কেন এমন স্ট্যাটাস দিলেন এমন প্রসঙ্গে রাজ বলেন, কারণটা পরী ভালো বলতে পারবে। তাকেই যেন প্রশ্ন করা হয়।'
এর আগে গত ২৮ অক্টোবর মুক্তি পেয়েছে রাজ-মিম ও সিয়াম অভিনীত সিনেমা ‘দামাল’।