প্রচ্ছদ ›› বিনোদন

হজ পালনে মদিনা গেলেন নায়িকা সালওয়া

বিনোদন ডেস্ক
১১ জুন ২০২২ ১৬:০৫:৫৩ | আপডেট: ২ years আগে
হজ পালনে মদিনা গেলেন নায়িকা সালওয়া
সংগৃহীত

এবার পবিত্র হজ পালনে গেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র প্রথম রানার্স আপ নিশাত নাওয়ার সালওয়া। বর্তমানে মদিনা শহরে অবস্থান করছেন শোবিজের এই মডেল-অভিনেত্রী।

গত বুধবার (৮ জুন) হজ পালনের জন্য মা-বাবাকে সঙ্গে নিয়ে সৌদি আরব যান এই শিল্পী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিশাত লেখেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে আমার বাবা-মা এবং আমি এই বছর পবিত্র হজ্ব পালন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের নেক আমল, দোয়া কবুল করুন এবং বিশ্বের সকল মানুষের কষ্ট লাঘব করুক।’

মদিনা শরীফ থেকে সালওয়া এ প্রতিবেদককে বলেন, ‘আমাদের পরিবারের সদস্যরা ধার্মিক। হজ পালন করে দেশে ফিরবো। সততার সঙ্গে আমার পেশার কাজ আমি চালিয়ে যেতে চাই।’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতার প্রথম রানার্স আপ হয়ে শোবিজে পা রাখেন এই অভিনেত্রী। প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী-নির্মাতা কবরীর ‘এই তুমি, সেই তুমি’তে নায়িকা হিসেবে আলোচনায় আসেন নিশাত নাওয়ার সালওয়া।