প্রচ্ছদ ›› বিনোদন

২১তম ঢাকা চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার জিতেছে ইরানের ‘দ্বি-মাদার’

২৩ জানুয়ারি ২০২৩ ১১:৪১:০২ | আপডেট: ১ year আগে
২১তম ঢাকা চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার জিতেছে ইরানের ‘দ্বি-মাদার’

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ) শেষ হয়েছে, সৈয়দ মোর্তেজা ফাতেমি পরিচালিত ইরানি চলচ্চিত্র ‘বি-মাদার’ (মাতৃহীন) এ বছরের সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পুরস্কৃত হয়েছে।

বাংলাদেশি চলচ্চিত্রের জন্য ২০২২ সালের ব্লকবাস্টার 'হাওয়া' সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড বিভাগে অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে; যেখানে ফখরুল আরেফিন খান পরিচালিত চলচ্চিত্র 'জেকে ১৯৭১' বিশেষ দর্শক পুরস্কার পেয়েছে, কাজী আরেফিন আহমেদ পরিচালিত শর্টফিল্ম কুড ইউ বি ফ্রি ইয়েট লকড ইন সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং খন্দকার সুমন পরিচালিত 'সাতাও' (মেমোরিস অফ গ্লোমি মনসুন) জিতেছে। বাংলাদেশ প্যানোরামা বিভাগে ফিপ্রেসকি জুরি দ্বারা সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে।

রবিবার রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮টি পুরস্কার প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ডিআইএফএফের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুজ্জামান, তথ্য সচিব হুমায়ুন কবির খন্দকার, ডিআইএফএফ চেয়ারপারসন কিশ্বর কামাল এবং ডিআইএফএফ উৎসব পরিচালক ড. আহমদ মুজতবা জামাল প্রমুখ।

এশিয়ান সিনেমা কম্পিটিশন বিভাগে 'জেন্দেগি ভা জেন্দেগি' (লাইফ অ্যান্ড লাইফ) ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছে অল ঘাভিতান, নাওকি মায়েদা পরিচালিত ছবি 'নাকোডো-ম্যাচমেকারস' (ম্যারেজ কাউন্সেলর) অভিনেতা ইক্কেই ওয়াতানাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন এবং কৃষ্ণেন্দু কালেশ পরিচালিত 'প্রাপ্দা' (হকস মাফিন) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কেতকী নারায়ণ।

সেরা চিত্রনাট্য লেখকের পুরস্কার পেয়েছেন অনিক দত্ত ‘অপরাজিতো’ (দ্য অপরাজিত) এবং এভজেনি গ্রিগোরেভ পরিচালিত রাশিয়ান ছবি ‘পোডেলনিকি’ (দ্য রায়ট) এর জন্যসেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছেন আর্টিওম অ্যানিসিমভ।

উইমেন ফিল্মমেকারস সেকশনের জন্য মারিয়া দৌজা পরিচালিত গ্রীক ফিল্ম 'আকাউস মি' (লিসেন) সেরা ফিচার ফিল্মের পুরষ্কার পেয়েছে এবং সেরা ডকুমেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছে শ্রীলঙ্কার আনোমা রাজাকারুণা পরিচালিত 'আওয়ার মাদার, গ্র্যান্ডমাদার, প্রাইম মিনিস্টার: সিরিমাভো', এবং জার্মান চলচ্চিত্র 'অ্যাল উলেন গেলিয়েবট ওয়ের্ডেন' (এভরিবডি ওয়ান্টস টু বি লাভড) এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন ক্যাথারিনা ওল।

স্পিরিচুয়াল ফিল্মস বিভাগ দু’টি বিশেষ পুরস্কারের সঙ্গে এই বছরের জমাদানকে স্বীকৃতি দিয়েছে: সেরা তথ্যচিত্রের পুরস্কার গেল গালিনা ইভতুশেঙ্কো এবং আনা ইভতুশেঙ্কো (রাশিয়া) পরিচালিত 'মহাত্মা হাফকাইন' এবং শ্রেষ্ঠ কথাসাহিত্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কামরুল আহসান লেনিন পরিচালিত 'ঘরে ফেরা' চলচ্চিত্র বাড়ি আসছে)।

এছাড়া সেরা শিশুতোষ চলচ্চিত্র বাদল রহমান পুরস্কার পেয়েছে পেট্র ওকরোপেক পরিচালিত চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও জার্মানির যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ম্যাজেল এ তাজেমস্তভি লেসা’ (মার্টিন অ্যান্ড দ্য ম্যাজিকাল ফরেস্ট)।

১৫ জানুয়ারি থেকে ২১তম ডিআইএফএফ-এ বাংলাদেশ, ভারত, চীন, তুরস্ক, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা এবং অন্যান্য সহ ৭১টি দেশের মোট ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

এই বছর, ১২টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম এবং ৬৯টি স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র সহ ৮১টি চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে (মূল মিলনায়তন) এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন, নন্দন থিয়েটারের উন্মুক্ত মাঠ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। রাজধানীর সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) এবং অ্যালায়েন্স ফ্রাঙ্কাইজ ডি ঢাকা (ধানমন্ডি)।

২১তম ডিআইএফএফ এছাড়াও ১৫ থেকে ১৬ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে, ১৫ থেকে ১৮ জানুয়ারি অ্যালায়েন্স ফ্রাঙ্কেস ডি ঢাকায় ওয়েস্ট মিটস ইস্ট: স্ক্রিনপ্লে ল্যাব-এ সিনেমা ২০২৩-এর নবম ঢাকা আন্তর্জাতিক সম্মেলন এবং ১৫ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলচ্চিত্রে নারীদের জন্য নবম ঢাকা আন্তর্জাতিক সম্মেলন প্রদর্শন করে। এ বছর, উৎসবটি প্রথমবারের মতো ২১ জানুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী মাস্টার ক্লাসের আয়োজন করে।

রেইনবো ফিল্ম সোসাইটি ১৯৯২ সাল থেকে বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি থিম নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে।

উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল জানায়,ডিআইএফএফ-এর পরবর্তী আসর ২০২৪ সালের ২০ থেকে ২৮ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।