প্রচ্ছদ ›› বিনোদন

৩০ এপ্রিল সালমান খানকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক
১১ এপ্রিল ২০২৩ ১৫:১০:৩৩ | আপডেট: ২ years আগে
৩০ এপ্রিল সালমান খানকে হত্যার হুমকি
সালমান খান

ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ছবির ট্রেলার মুক্তির পরে সবে প্রচার শুরু করেছেন তিনি। এর মধ্যেই এবার তারিখ উল্লেখ করে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন ‘রকি ভাই’ পরিচয় দেয়া এক ব্যক্তি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, সোমবার রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এই হুমকি দেয়া হয়। হুমকি দেয়া ওই ব্যক্তি রাজস্থানের যোধপুর শহরের বাসিন্দা। তিনি স্বঘোষিত গোরক্ষক। আগামী ৩০ এপ্রিল সালমান খানকে খুন করা হবে—এমন হুমকি দিয়েছেন ওই গোরক্ষক।

এএনআইকে মুম্বাই পুলিশ জানায়, গতকাল পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। নিজেকে রাজস্থানের যোধপুরের ‘রকি ভাই’ বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি সালমান খানকে ৩০ এপ্রিল হত্যা করবেন বলে হুমকি দেন। বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

এদিকে লাগাতার হত্যার হুমকির পর নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাল করেছেন। কিনেছেন বুলেটপ্রুফ গাড়ি। সম্প্রতি ‘নিশান পেট্রোল এসইউভি’ নামের মাল্টি-স্পেশ্যালিটি বুলেটপ্রুফ ওই গাড়িতে তাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এর আগে ইমেইলে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন লরেন্স বিষ্ণোই। পরে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, লাগাতার হুমকি পেয়ে সালমানের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন তার পরিবারের সদস্য ও প্রিয়জনরা। তবে পুলিশের ওপর আস্থা রয়েছে খান পরিবারের। তাই সালমানের প্রতিদিনের কর্মসূচিতে বদলি পুলিশ আনা হচ্ছে।

১৯৯৮ সালে সালমান খানের ওপর যোদপুরে শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। ওই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল ভাইজান। এর আগে বেশ কয়েকবার তাকে হত্যার ছক কষেছে লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে প্রকাশ্যে তিনি বলেন, ‘যোদপুরে সালমান খানকে আমরা হত্যা করব।’