প্রচ্ছদ ›› ফিচার

ঈদে প্রিয় গাছের যত্নে নতুন পদ্ধতি

টিবিপি ডেস্ক
২৯ এপ্রিল ২০২২ ১৫:৪৫:৪৬ | আপডেট: ২ years আগে
ঈদে প্রিয় গাছের যত্নে নতুন পদ্ধতি

ঈদুল ফিতরে লম্বা ছুটিতে অনেকেই নগরী ছেড়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে। বাসা-বাড়ির সবকিছু যাতে ঠিকঠাক থাকে, সেজন্য সতর্কতার ঘাটতি না থাকলেও মনের অজান্তেই হয়তো রয়ে যেতে পারে আপনার প্রিয় গাছগুলো, যা আপনার প্রশান্তির অন্যতম মাধ্যম।

পাটের রশি দিয়ে তৈরি পানি সঞ্চালন পদ্ধতি। ছবি: সংগৃহীত

সারা দেশেই বাড়ছে তাপমাত্রা, এ অবস্থা আরও ক’দিন থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় আপনার গাছগুলো যাতে পানি অভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন।

পাটের রশি দিয়ে তৈরি পানি সঞ্চালন পদ্ধতি। ছবি: সংগৃহীত

টবগুলো একসাথে জড়ো করে একটি পানির পাত্রের চারপাশে রেখে পাটের রশি দিয়ে পানি সঞ্চালনের ব্যবস্থা করতে পারেন। এক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পানি পাবে আপনার আদরের গাছগুলো।

এটি করতে না পারলে, টবে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গেলেও গাছগুলোর কিছুটা রক্ষা সম্ভব।