প্রচ্ছদ ›› ফিচার

‘ভামোস আর্জেন্টিনা’ মানে জানেন কী?

নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২২ ১৫:৪৯:৩৩ | আপডেট: ২ years আগে
‘ভামোস আর্জেন্টিনা’ মানে জানেন কী?

শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ ২০২২। মধ্যপ্রাচ্যের ছোট্ট এ দেশটিতে চলা বিশ্বকাপকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে সমর্থকদের উম্মাদনা। সবচেয়ে বেশি যে দুই দল নিয়ে মাতামাতি চলে - তা হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিল। তবে দুটি দেশের নাম উচ্চারণের আগে প্রিয় দলকে প্রেরণা যোগাতে বেশ কয়েকটি শব্দ ব্যবহার করেন ভক্ত-সমর্থকেরা। এর মধ্যে আর্জেন্টিনা নামটি উচ্চারণের আগে সমর্থকেরা যে শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে তা হচ্ছে 'ভামোস'।

মেসিরা যখন মাঠে আলভিসেলেস্তে জার্সি গায়ে খেলেন তখন গ্যালারি থেকে প্রায়ই কিছু লাইন শোনা যায়। যেখানেও ভামোস শব্দটি বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে। এমনকি এই কথাগুলো আর্জেন্টিনায়ও বেশ জনপ্রিয়।

আদৌতে আমরা সকলে কি জানি এই ভামোস শব্দের অর্থ বা এই লাইনগুলোর মানে কি?

স্প্যানিস শব্দ ভামোসের অর্থ- এগিয়ে চলো

স্প্যানিস ভাষার বাক্যগুলো হলো-

ভামোস, ভামোস আর্জেন্টিনা,

ভামোস, ভামোস আ গানার,

কুউএ এস্তা বাররা কুইলম্বেরা,

ন তে দেজা, ন তে দেজা দে আলেন্তার।

বাংলা অর্থ-

চলো, চলো আর্জেন্টিনা শুরু করা যাক,

আমরা যাচ্ছি, আমরা জয় করতে যাচ্ছি,

এই কট্টর সমর্থকদের জন্য,

থামাতে হবে না, এই হর্ষধ্বনি থামবে না।