প্রচ্ছদ ›› হেল্থ টিপস

মা হওয়ার সঠিক বয়স কোনটি?

টিবিপি ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২১ ২১:০৬:৩০ | আপডেট: ২ years আগে
মা হওয়ার সঠিক বয়স কোনটি?

কোন বয়সে মা হবেন? ঠিক কত বয়সে সন্তানধারণ করলে সবচেয়ে ভাল? এমন প্রশ্ন তো মনের মধ্যে ঘুরতেই থাকে। কিন্তু কোনও সময়ই ঠিক বলে মনে হয় না।

কারও মনে হয়, ৩৫ ছুঁলে বেশি হয়ে যাবে বয়স। তখন শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে। আবার ৩০-এর নীচে হলে সমস্যা অন্য রকম। কত কাজ করে ওঠা হবে না। তার আগেই সন্তানের সব দায়িত্ব নিতে হবে। কিন্তু এমন তো কত কথাই হয়ে থাকে। তা দিয়ে কি আদৌ পরিবার বাড়ানোর পরিকল্পনা করা যায়? নাকি বিজ্ঞানের উপর ভরসা করেই ঠিক করবেন পরবর্তী পদক্ষেপ?

কিন্তু বিজ্ঞান কী বলে? মা হওয়ার আদৌ কোনও সঠিক বয়স হয় কি?

সম্প্রতি একটি গবেষণায় সেই বয়সের কথা উঠে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, ৩২ বছর বয়স পর্যন্ত সময় হল মা হওয়ার জন্য সবচেয়ে ভাল। এই সময়ের মধ্যে মেয়েদের গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমেরিকায় এক দল স্ত্রীরোগ চিকিৎসকের গবেষণায় আরও ধরা পড়েছে, ৩২-এর পর থেকে ধীরে ধীরে কমতে থাকে মহিলাদের সন্তানধারণের সম্ভাবনা। হরমোনও সঙ্গ দেয়া কমিয়ে দেয়।

সূত্র: আনন্দবাজার