প্রচ্ছদ ›› স্বাস্থ্য

আরও ২৩ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২২ ১৯:২৫:৫১ | আপডেট: ২ years আগে
আরও ২৩ করোনা রোগী শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩১জনের। আর শনাক্তের সংখ্যা অদ্যাবধি ২০ লাখ ৩৬ হাজার ৪১৬জনে পৌঁছেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্ত হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ।

শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৩৬জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৮৮জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ।