প্রচ্ছদ ›› স্বাস্থ্য

করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্তের হার ৭.১৫

নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২২ ১৭:৫৭:৫২ | আপডেট: ২ years আগে
করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্তের হার ৭.১৫

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৯৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও একই সময়ে ৩৪৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৭.১৫ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪ হাজার ৮৪০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ কমেছে ১ দশমিক ৭৭ শতাংশ।

বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯২ শতাংশ। আজ কমে হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ।