খুলনায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চলমান কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি শেখ বাহারুল আলম এ ঘোষণা দেন।
তিনি জানান, সিটি মেয়র এবং আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে তারা কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এখন থেকে চিকিৎসকরা কাজে যোগদান করছেন। তবে তারা এক সপ্তাহের মধ্যে এএসআই নাঈমকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার শর্ত দিয়েছেন।
বিএমএ ভবনে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে বিএমএ নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মেয়র আব্দুল খালেক বলেন, চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে তারা কর্মবিরতি স্থগিত করেছেন। রোগীদের দুর্ভোগ নিরসনের জন্য তারা কাজে যোগ দিচ্ছেন। একই কথা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
এর আগে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। ওই সময় চিকিৎসকরা অভিযুক্ত এএসআই নাঈমকে গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মসূচি পালনে অনড় ছিলেন।
চিকিৎসকদের টানা ধর্মঘটে অবর্ণনীয় দুর্ভোগে পোহাচ্ছেন জেলার রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন অনেকে।
এদিকে, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলাকারী পুলিশের এসআই নাঈমুজ্জামানকে গ্রেপ্তার ও তার স্ত্রী নুসরাত জাহানের দায়ের করা কাউন্টার মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।