প্রচ্ছদ ›› স্বাস্থ্য

গুলশানে দগ্ধদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪২:৪৭ | আপডেট: ২ years আগে
গুলশানে দগ্ধদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিকেল বোর্ড

রাজধানীর গুলশান ২-এ বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সোমবার এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘গতকাল রাতে এখানে তিনজন রোগী এসেছে। এর মধ্যে দুজন ধোঁয়ায় অসুস্থ, একজন নারী সায়মা রহমান সিনহা দগ্ধসহ বিভিন্ন ধরনের ইনজুরিতে রয়েছেন। ওই নারী উপর থেকে নিচে পড়ায় এসব ইনজুরি হয়েছে। এ অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।’

এর আগে রোববার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের বহুতল ভবনে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। সর্বশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে যোগ দেন সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব ও স্বেচ্ছাসেবক সদস্যরাও। দীর্ঘ চার ঘণ্টা পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় তিনজন লাফিয়ে পড়ে আহত হয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের মৃত্যু হয়েছে। ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৯, নারী ১২ ও এক নবজাতক।