প্রচ্ছদ ›› স্বাস্থ্য

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

টিবিপি ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২২ ১৯:০৯:২১ | আপডেট: ২ years আগে
চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এই নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন।

তারা হলেন- সাবরিনা সুলতানা (২১) ও আব্দুল গণি (৯০)।

সোমবার ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে সাবরিনা সুলতানা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২২ ডিসেম্বর ভর্তি হন। চারদিন পর ২৬ ডিসেম্বর তিনি মারা যান।

অন্যদিকে আব্দুল গণি ২৪ ডিসেম্বর ভর্তি হন চমেক হাসপাতালে। তিনিও সোমবার (২৬ ডিসেম্বর) মারা যান।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮ জন। চলতি বছর সর্বমোট ৫ হাজার ৩৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।