প্রচ্ছদ ›› স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনেই শনাক্ত ৮৫৫

নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২২ ১৭:২৫:০০ | আপডেট: ২ years আগে
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনেই শনাক্ত ৮৫৫

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে রোববার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৪ জন প্রাণ হারালেন। এছাড়া একই সময়ে ৮৫৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও জানা যায়, নতুন শনাক্ত ৮৫৫ জনের মধ্যে ৫২৩ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৩৩২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ৮৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে এক হাজার ৯৫৭ জন ঢাকার মধ্যে এবং ৮৯০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৫ হাজার ১৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮ হাজার ৪৪৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ছয় হাজার ৭৩৪ জন ডেঙ্গু রোগী।