প্রচ্ছদ ›› স্বাস্থ্য

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৪০৯ জন

নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২২ ১৬:১৩:৫৪ | আপডেট: ২ years আগে
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৪০৯ জন

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪০৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কেউ মারা যায়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার ৩০৪ জন এবং ঢাকার বাইরের ১০৫ জন রয়েছেন।

বুলেটিনে আরও বলা হয়, বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিন হাজার ২০৭ জন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ১৮২ জন। আর ঢাকার বাইরে এক হাজার ২৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হন। এর মধ্যে ঢাকায় ২০ হাজার ৯০৪ জন আর ঢাকার বাইরে আক্রান্ত হন আট হাজার ২০৩ জন আক্রান্ত হন।

এছাড়া একই সময়ে সারাদেশে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৭৯০ জন রোগী। এরমধ্যে ঢাকায় ১৮ হাজার ৬৫৭ জন আর ঢাকার বাইরের সাত হাজার ১৩৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।

এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১০ জনের।