প্রচ্ছদ ›› স্বাস্থ্য

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত ৭

নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৩ ১৮:৫৪:১১ | আপডেট: ২ years আগে
দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত ৭

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৭ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫০ জন ঢাকার মধ্যে এবং ৭৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৯৫ জন ডেঙ্গু রোগী।