প্রচ্ছদ ›› স্বাস্থ্য

বিশ্বে করোনায় আরও ৪৭১ মৃত্যু, কমেছে শনাক্ত

টিবিপি ডেস্ক
১৮ মার্চ ২০২৩ ১১:২৭:০৯ | আপডেট: ২ years আগে
বিশ্বে করোনায় আরও ৪৭১ মৃত্যু, কমেছে শনাক্ত

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৩৯২ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৯৫ জন।

শনিবার ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৭৯ জনের এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯২২ জন।

একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ৩৯৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ১৮ হাজার ৭৩১ জনের। আর সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৫২ লাখ ৭৭ হাজার ১৬৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।