প্রচ্ছদ ›› স্বাস্থ্য

মাঙ্কিপক্সের রোগী সনাক্তের বিষয়টি গুজব

নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২২ ২০:০৩:৪৭ | আপডেট: ৩ years আগে
মাঙ্কিপক্সের রোগী সনাক্তের বিষয়টি গুজব

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোনো মাঙ্কিপক্সের রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো মাঙ্কিপক্স রোগী পাওয়া যায়নি।

বিষয়টিকে গুজব উল্লেখ করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটি পক্ষ এমন গুজব ছড়িয়েছে।

এর আগে, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারি সার্জন ডা. আসিফ ওয়াহিদের বরাত দিয়ে বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন গুজব ছড়ানো হয়।

এদিকে, ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে গত শনিবার দেশের প্রতিটি বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।