প্রচ্ছদ ›› স্বাস্থ্য

শনাক্তের হার ১.৮২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২২ ১৫:৫৫:৩১ | আপডেট: ২ years আগে
শনাক্তের হার ১.৮২ শতাংশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৩৬ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮০৬ জনের।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। ১ হাজার ৫৯১টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৪৫০ জন।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।