প্রচ্ছদ ›› স্বাস্থ্য

৮ বিভাগে হচ্ছে ৮ মানসিক হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২২ ১৭:৫৩:০৩ | আপডেট: ২ years আগে
৮ বিভাগে হচ্ছে ৮ মানসিক হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
ছবি- দ্য গার্ডিয়ান

মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরির জন্য স্কুল-মেন্টাল হেলথ কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, দেশের ৮টি বিভাগীয় শহরে নতুন ৮টি মানসিক স্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে এনসিডি কর্নারে মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইতালির রোমে অনুষ্ঠিত চতুর্থ গ্লোবাল মেন্টাল হেলথ সামিটে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশের জনসম্পৃক্ত স্বাস্থ্য ব্যবস্থার বিস্ময়কর অর্জনের উদাহরণ দিয়ে কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

করোনা মোকাবেলায় বাংলাদেশের অনন্য সাফল্যের দৃষ্টান্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতে এখন সুবাতাস বইছে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত সিদ্ধান্তে আমরা দ্রুত সাফল্য অর্জন করেছি।

দেশে মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ আইন, নীতি এবং কর্মকৌশল রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের জনগণের মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীতি ও কর্মকৌশল বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে সরকার।

ইতালির রোমে দু’দিন ব্যাপি (১৩-১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে চতুর্থ গ্লোবাল মেন্টাল হেলথ সামিট। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য - ‘দক্ষতা, অধিকার এবং যত্ন’।

ইতালীর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে জাহিদ মালেক এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং কমিউনিটি মেন্টাল হেলথ শীর্ষক একটি কর্মশালায় বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীর স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরেনজা।