প্রচ্ছদ ›› স্বাস্থ্য

‘আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু আরও বাড়তে পারে’

নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৩ ১৬:২৩:১৭ | আপডেট: ৯ মাস আগে
‘আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু আরও বাড়তে পারে’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত বছর এ সময় অনেক ভালো অবস্থায় ছিলাম। বর্তমানে ডেঙ্গু অনেক বাড়তি। আগস্ট ও সেপ্টেম্বরে ডেঙ্গু আরও বাড়তে পারে। সেজন্য এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে।

রোববার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৫৭ জেলায় ডেঙ্গু ছড়িয়ে গেছে। দেশে দিন দিন ডেঙ্গু রোগী বাড়ছে। ইতোমধ্যে ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। মোট ১২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে প্রায় আড়াই হাজার মানুষ চিকিৎসাধীন রয়েছে। মশা বেশি থাকার কারণে এ বছর ডেঙ্গুটা বাড়তি। বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় পানি আটকে থাকায় মশা বেশি জন্ম নিচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণের একমাত্র পথ হচ্ছে মশা কমানো। মশা কম হলে মানুষ ডেঙ্গু আক্রান্ত কম হবে। দেশে যত ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তার মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি। সারা দেশের ডেঙ্গু আক্রান্তের ৬০ ভাগই ঢাকায়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে কী ব্যবস্থা আছে এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের সব হাসপাতালে ডেঙ্গু ইউনিট স্থাপন করা হয়েছে এবং ডাক্তার নার্সদের প্রশিক্ষণ দেয়া আছে। এছাড়া ওষুধ পত্রের সব ধরনের ব্যবস্থা রয়েছে। হাসপাতালগুলোতে এখনো সিট খালি আছে। আশা করি চিকিৎসার কোন সমস্যা হবে না।

তিনি বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় কাজ চালিয়ে যাচ্ছি। আমরা সিটি করপোরেশন, পৌরসভাকে আহ্বান করব তারা যেন বেশি বেশি স্প্রে করে এবং যেখানে যেখানে পানি জমে সেগুলো সরিয়ে ফেলে। বহুতল ভবনে ডেঙ্গু বেশি দেখা দিচ্ছে। কারণ সেসব ভবনের নিচে গ্যারেজ আছে এবং পানি জমে থাকে।