প্রচ্ছদ ›› স্বাস্থ্য

এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৭১ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২২ ১৮:০১:৩৫ | আপডেট: ২ years আগে
এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৭১ মৃত্যু

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৭১ জন মারা গেছেন।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২৫ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬৮ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৫৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৭৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৪০৫ জন ঢাকার মধ্যে এবং ৩৪৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬১ হাজার ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৬২২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৬৪১ জন ডেঙ্গু রোগী।