প্রচ্ছদ ›› স্বাস্থ্য

করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত নয়, চিন্তিত স্বাস্থ্য বিভাগ

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২২ ২০:৪৩:১৫ | আপডেট: ১ year আগে
করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত নয়, চিন্তিত স্বাস্থ্য বিভাগ
সংগৃহীত

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হলেও স্বাস্থ্য বিভাগ চিন্তিত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার বিকালে রাজধানীর মহাখালীতে আইসিডিডিআর,বিতে কলেরা টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রণালয়ের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর অফিসেও বেশ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।

এ অবস্থায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। জাহিদ মালেক বলেন, সবাইকেই মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

মৃত্যু প্রায় শূন্যের কোটায় উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা দেশের টার্গেটকৃত প্রায় সবাইকেই টিকার আওতায় এনেছি। এতে সংক্রমণ এক শতাংশের নিচে চলে এসেছিল। কিন্তু এখন আবার সংক্রমণের হার ১৫ শতাংশে উঠে এসেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছিলাম। কিন্তু আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। আমরা আতঙ্কিত না হলেও চিন্তিত।’

কলেরা টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কলেরা ও ডায়রিয়া প্রতিরোধে ঢাকার সংক্রমণপ্রবণ পাঁচটি এলাকার ২৩ লাখ মানুষকে ওরাল ভ্যাকসিন খাওয়ানো হবে।

আমরা প্রথমবারের মতো দেশে এই ভ্যাকসিন দেয়া হবে বলেও জানান তিনি।