প্রচ্ছদ ›› স্বাস্থ্য

শনাক্তের হার ০.৭৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২২ ১৯:৫৭:২৫ | আপডেট: ১ year আগে
শনাক্তের হার ০.৭৯ শতাংশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৩২ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৫৬ জনের।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৯০টি নমুনা সংগ্রহ করা হয়। ৩ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৬৯৪ জন।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।