প্রচ্ছদ ›› স্বাস্থ্য

করোনায় আরও ১২৮২ মৃত্যু, বেড়েছে শনাক্তও

টিবিপি ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৮:০৯ | আপডেট: ১ year আগে
করোনায় আরও ১২৮২ মৃত্যু, বেড়েছে শনাক্তও

করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে এক হাজার ২৮২ জন মারা গেছেন। যা আগের দিনের তুলনায় প্রায় শাতধিক বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৭ লাখ ৬৭ হাজার ৫৩০ জনে পৌঁছেছে।

একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৯ হাজার ৮১০ জন। যা আগের দিনের তুলনায় প্রায় দুই হাজার বেড়েছে। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫৭ লাখ ৫১ হাজার ২১০ জনে।

শুক্রবার ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দেশ জাপানে। এ সময়ে দেশটিতে সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৫৩৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ হাজার ২৬৫ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ১৫৪ জনের মৃত্যু হয়েছে ইউরোপের দেশ জার্মানিতে।

এদিকে, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।