চীনের সরকারনিয়ন্ত্রিত কোনো ল্যাব থেকে লিক হয়েই ‘খুব সম্ভবত’ কোভিড-১৯ ছড়িয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই। খবর বিবিসি'র।
সংস্থাটির পরিচালক ক্রিস্টোফার রে মঙ্গলবার ফক্স নিউজকে এমনটাই বলেছেন। এফবিআইয়ের পরিচালক বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমাদের পর্যালোচনায় এ তথ্য উঠে আসছে। আমাদের ধারণা, খুব সম্ভবত এভাবেই কোভিডের সূচনা হয়েছে।
করোনার উদ্ভব নিয়ে এফবিআইয়ের গোপন মূল্যায়নের ব্যাপারে এটিই সংস্থাটির শীর্ষ কোনো কর্মকর্তার প্রথম প্রকাশ্য মন্তব্য।
ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, এফবিআই দীর্ঘ তদন্তে জানতে পেরেছে করোনা মহামারী শুরু হয়েছিল ল্যাবের কোনো ঘটনা থেকে। বিশ্বকে স্থবির করে দেওয়া কোভিডের উত্থান কীভাবে হয়েছিল, সে সম্পর্কে এবারই প্রথমবার প্রকাশ্যে নিজেদের মতামত জানাল এফবিআই। চীন অবশ্য উহানের ল্যাব থেকে করোনা ছড়ানোর বিষয়টি অস্বীকার করেছে।
তারা বলেছে, এসব অভিযোগ মানহানিকর। এর আগে চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, করোনার উৎস নিয়ে চীনকে আরও সৎ হওয়া উচিত। মার্কিন দূতের ওই মন্তব্যের পরদিনই রে উল্লিখিত মন্তব্য করলেন।
সাক্ষাৎকারে এফবিআইপ্রধান আরও দাবি করেন, করোনা মহামারীর সূত্র ও উৎস সন্ধান প্রচেষ্টা নষ্ট করতে চীন সর্বোচ্চ তৎপর রয়েছে। এই বিষয়টি সবার জন্যই দুর্ভাগ্যজনক।
এদিকে, কিছু গবেষণা বলছে, করোনা ভাইরাস প্রাণী থেকে মানুষের দেহে এসেছে এবং খুব সম্ভবত উহানের সামুদ্রিক ও বন্যপ্রাণীর বাজার থেকেই এটি ছড়িয়েছে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, ল্যাব থেকে ছড়ানোর কোনো প্রমাণ নেই। তবে যুক্তরাষ্ট্র নানা সময় নানাভাবে বলার চেষ্টা করে আসছে, চীনের ল্যাব থেকেই এটি ছড়িয়েছে।