প্রচ্ছদ ›› স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৯৩ রোগী

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২২ ১৯:২৬:২৮ | আপডেট: ১ year আগে
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৯৩ রোগী

গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৯৩ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১২ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন।