প্রচ্ছদ ›› স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৬৭৭

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২২ ২০:৩৯:২৬ | আপডেট: ২ years আগে
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৬৭৭

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৪ জন প্রাণ হারালেন। এছাড়া এসময়ে ৬৭৭জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ৪৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যেএক হাজার ৮২৬ জন ঢাকার মধ্যে এবং ৬৬৭ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১ হাজার ৮৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৬ হাজার ৩৪৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৫২৩ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ১৯ হাজার ৩০৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১৪ হাজার ৪৮০ জন ঢাকার বাসিন্দা, বাকি চার হাজার ৮২৩ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।