প্রচ্ছদ ›› স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৬০৬

টিবিপি ডেস্ক
২১ নভেম্বর ২০২২ ১৬:০৫:৩৬ | আপডেট: ২ years আগে
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৬০৬

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬০৬জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৩৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ২৮৯জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৩১৭জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ৩৫১জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২৫৮জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে এক হাজার ৯৩জন রোগী ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৩ হাজার ৪১৩জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৪ হাজার ৩৬০জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫৩জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৫০ হাজার ৮২৮জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ৩২ হাজার ৯৬২জন ঢাকার এবং বাকি ১৭ হাজার ৮৬৬জন ঢাকার বাইরের বাসিন্দা।