প্রচ্ছদ ›› স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৮৮

নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২২ ১৮:২৫:৫৯ | আপডেট: ২ years আগে
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৮৮
সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬৭ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এ রোগে আক্রান্ত হগয়ে ভর্তি আছেন ৩ হাজার ৭৩৭ জন। তবে হাসপাতালে ভর্তি হননি এমন রোগীরা হিসাবের বাইরে আছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডেঙ্গু-আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৭৪ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৪ জন।

ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২ হাজার ২৫৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৪৮৩ জন।